image

জমি নিয়ে বিরোধে প্রাণ গেল চাচা-ভাতিজার

বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১
জেলা বার্তা পরিবেশক, সুনামগঞ্জ

সহায়-সম্পদ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত হয়েছেন চাচা-ভাতিজা। আহত হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার সকাল ৮টাল দিকে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানার ডুংরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জমিজমা নিয়ে গ্রামের ওসমান মিয়ার ছেলে আব্দুল তাহিদের (৬২) সঙ্গে তার ভাই রাফিদ মিয়ার ছেলে রিপন মিয়ার (৪২) বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে চাচা-ভাতিজার পরিবারের মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মারামারি শুরু হয়।

এ সময় গুরুতর আহত আব্দুল তাহিদ ও রিপন মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মুক্তাদীর আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুই পরিবারের স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পদ নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

‘সারাদেশ’ : আরও খবর

» ‘বিএনপি কে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান’

সম্প্রতি