image

রূপগঞ্জে হেফাজত নেতা লোকমান আমিনী গ্রেফতার

রোববার, ১১ এপ্রিল ২০২১
প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে হেফাজতে ইসলামের অন্যতম নেতা মাওলানা লোকমান হোসেন আমিনীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার মতুর্জাবাদ জামে মসজিদের খতিব। শনিবার (১০ এপ্রিল) রাত ১১টার দিকে মতুর্জাবাদ মসজিদ সংলগ্ন আবাসিক কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে সোনারগাঁয়ে করা পুলিশের সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হকের পক্ষে ফেসবুকে রাষ্ট্রবিরোধী এবং উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলেন উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ জামে মসজিদের খতিব লোকমান হোসেন আমিনী। এই ঘটনায় তাকে গ্রেফতার করে জেলা পুলিশ হেডকোয়ার্টারে পাঠানো হয়।

এদিকে জেলা পুলিশের মিডিয়া উইংয়ের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, মাওলানা লোকমান হোসেন আমিনীকে সোনারগাঁয়ে মামুনুল হক ইস্যুতে সহিসংতার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি