নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক নারীকে নিয়ে রিসোর্টে অবস্থান এবং এর পরবর্তী নানা ঘটনা হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন সংগঠনটি আমির জুনায়েদ বাবুনগরী।
আজ রোববার (১১ এপ্রিল) চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকের পর বাবুনগরী এ কথা বলেন। তিনি বলেন, ‘আজকের বৈঠকে কাউকে বহিষ্কার বা অব্যাহতির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’
তবে বৈঠক থেকে হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার নেতা কর্মীদের মুক্তি দাবি করা হয়েছে। আগামী ২৯ মে হাটহাজারী মাদ্রাসায় ওলামা-মাশায়েখ সম্মেলন হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।
এক নারীকে নিয়ে মামুনুল গত সপ্তাহে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্টে গিয়েছিলেন। সেখানে পরে স্থানীয় কিছু লোক এবং ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থক তাদেরকে ঘেরাও করলে মামুনুল তাকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। পরে সেখানে পুলিশও উপস্থিত হয়।
সেখানে কয়েক ঘণ্টার নাটকীয়তার পর হেফাজতের কর্মীরা এসে মামুনুলকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়। তারা সেই রিসোর্ট এবং আশপাশের এলাকায় ব্যাপক ভাংচুরও চালায়।
অপরাধ ও দুর্নীতি: চট্টগ্রামে কসাইকে ‘খুনের পর টুকরো লাশ ছড়িয়ে দেন বন্ধু’
নগর-মহানগর: প্লাস্টিকের পুতুল ও ফুলই কাল হলো ছোট্ট আরিফার
নগর-মহানগর: স্কুলে শিশু নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ক্যাম্পাস: বিদ্যার দেবীর আরাধনায় ‘মব’ রুখে দেয়ার বার্তা