লকডাউনের আগে পোশাক শ্রমিকদের রেশনের ব্যবস্থা ও সব পাওনা বুঝিয়ে দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। ১১ এপ্রিল রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।
বিবৃতিতে শ্রমিক অধিকার পরিষদ জানায়, গত বছরের পুনরাবৃত্তি দেখতে চান না শ্রমিকরা। শ্রমিকদের জীবন বাঁচাতে এবং করোনার সংক্রমণ ঠেকাতে প্রথমেই শতভাগ বেতন মজুরির নিশ্চয়তা এবং অন্যান্য বিপদকালের সুবিধা নিশ্চিত করা জরুরি।
এর আগে, করোনার প্রথম ধাক্কায় শ্রমিকরা যে বিপর্যয়ে পড়েছিলেন, তা এখনও কাটিয়ে উঠতে পারেননি। লকডাউনে সব সুযোগ-সুবিধা সরকারি-বেসরকারি কর্মকর্তারা পান, কিন্তু শ্রমিকরা সবকিছু থেকে বঞ্চিত থাকেন। সংগঠনটি জানায়, গতবার সরকারের কাছ থেকে মালিকরা প্রণোদনা পেয়েছে, তবে শ্রমিকদের জীবন জীবিকার জন্য রাস্তায় নামতে হয়েছিল। এমনটা এবার শ্রমিকরা মেনে নেবে না। গত বছরের পরিস্থিতি যাতে আবারও তৈরি না হয়, এজন্য সরকারকে শ্রমিক কল্যাণে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
এ প্রসঙ্গে শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আরমান হোসাইন বলেন, লকডাউন পরিস্থিতিতে শ্রমিকের সর্বোচ্চ নিরাপত্তা ও শতভাগ বেতন দিতে হবে সরকারকে। শ্রমিক ছাঁটাই ও তাদের বেতন নিয়ে টালবাহানা করা যাবে না। রেশন কার্ডের মাধ্যমে লকডাউনের আগেই শ্রমিকদের ঘরে ঘরে রেশনের ব্যবস্থা করতে হবে।
অর্থ-বাণিজ্য: আমদানি চাপে বাণিজ্য ঘাটতি বেড়ে ৭৫০ কোটি ডলার
ক্যাম্পাস: ওসমান হাদীর মৃত্যুতে জবিতে দোয়া মাহফিল
অর্থ-বাণিজ্য: শওকত আজিজ আবারও বিটিএমএর সভাপতি
অর্থ-বাণিজ্য: ক্ষুদ্রঋণ ব্যাংকের লাইসেন্স কে দেবে, তা এখনো ঠিক হয়নি
অর্থ-বাণিজ্য: আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান