করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সম্মুখসারিতে কর্মরত চিকিৎসকদের করোনা স্যাম্পল সংগ্রহে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। সালমা আদিল ফাউন্ডেশনের (এসএএফ) সহযোগিতায় মেডিকেল কলেজের শাহ্ আলম বীর উত্তম মিলনায়নে স্থাপিত বুথটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে চট্টগ্রাম মেডিকেল কলেজ শিক্ষক সমিতি। গত ১৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বুথটি উদ্বোধন করা হয়। এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার, শিক্ষক সমিতির সভাপতি ডাঃ মনোয়ার উল হক শামীম এবং সালমা আদিল ফাউন্ডেশনের পক্ষে বিশিষ্ট কলামিস্ট ও ইসলামী গবেষক আহমদুল ইসলাম চৌধুরী ও অ্যাডভোকেট সায়মন উপস্থিত ছিলেন।
চিকিৎসকদের জন্য বিশেষ এই বুথ স্থাপনের বিষয়ে সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সালমা আদিল বলেন, “চট্টগ্রামের সন্তান হিসেবে যেকোনো আপদ-বিপদে সর্বাগ্রে আমি এখানকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। জাতির এই দুঃসময়ে নিজের জীবনকে বাজি রেখে যারা জনসেবা করে যাচ্ছেন, সম্মুখসারির সেইসব চিকিৎসকদের করোনা স্যাম্পল প্রদানকে আরো সহজতর করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা