বেদেপল্লী থেকে গ্রেপ্ততার ১৬

মঙ্গলবার, ০৪ মে ২০২১
প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

বসতবাড়ি ভাংচুর ও হামলা চালিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলায় বরিশালের গৌরনদী উপজেলার টরকীর চর এলাকার বেদে পল্লীতে দুই দফায় অভিযান চালিয়ে ১৬জন কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩ মে) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ডালিম সরদার, বোরহান সরদার, জজ সরদার, কামরুল হাওলাদার, রুহুল আমীন ঘরামী, মন্টু সরদার, হেজবুল সরদার, পান্না মিয়া সরদার, অলি সরদার, বাগু সরদার, মামুন, ঠান্নু ঘরামী, জিয়া সরদার, ছাবেদ সরদার, টপি সরদার ও দুখু সরদার। গ্রেফতারকৃতরা সকলেই বেদে পল্লীর বাসিন্দা।

অভিযানে নেতৃত্বদানকারী গৌরনদী মডেল থানার ওসি তৌহিদুজ্জামান জানান, গত ৩০ এপ্রিল টরকীর চর বেদে পল্লীতে দুইগ্রুপের সংঘর্ষ চলাকালীণ সময়ে বেদে পল্লীর বসতঘর ভাংচুর ও হামলা চালিয়ে জখমের ঘটনা ঘটে। এঘটনায় পল্লীর ঝন্টু নামের এক বাসিন্দা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

রবিবার (২ মে) দুপুরে প্রথম দফায় অভিযান চালিয়ে মামলার তিনজন আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রাতে দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে মামলার ১৩জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হকসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশগ্রহন করেন।

উল্লেখ গত কয়েক বছর যাবত টরকীর চর এলাকার বেদে পল্লীর আধিপত্য নিয়ে পল্লীর নাসির সরদার ও স্বপন সরদার গ্রুপের মধ্যে দ্বন্দ চলে আসছে। তারই ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল বেদে পল্লীতে এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

‘সারাদেশ’ : আরও খবর

» চাকরি স্থায়ী হচ্ছে না চট্টগ্রাম ওয়াসার কর্মচারীদের, কাফনের কাপড় পরে বিক্ষোভ

» পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

» র‌্যাব কর্মকর্তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট

» ডেঙ্গু: আরও ৪১১ জন ভর্তি, মৃত্যু ৩

» পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

সম্প্রতি