মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২০০ মণ জাটকা ইলিশ জব্দ করেছে নৌপুলিশ। পরে জাটকাগুলো সোমবার (৩ মে) সকালে স্থানীয় মাদরাসা, এতিমখানায় বিতরণ করা হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২ মে) রাত ১২টার দিকে মাওয়া ৩ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ট্রাকভর্তি ৩৬টি ড্রামে থাকা দুই শ’ মণ জাটকা জব্দ করা হয়। এ সময় ট্রাক ড্রাইভার আজিজুল ইসলামকে (২৯) আটক করে পুলিশ। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, বরিশাল হতে ঢাকায় ট্রাকভর্তি জাটকা ইলিশ নেয়া হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাওয়া ৩ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ প্রায় আট হাজার কেজি (২০০ মণ) জাটকা ইলিশ জব্দ করি। জাটকা পাচারকারী ট্রাকসহ ড্রাইভার আজিজুল ইসলামকে আটক করা হয়। পরে স্থানীয়এতিমখানা, মাদরাসাসহ অসহায়দের মাঝে বিলিয়ে দেয়া হয়েছে।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা