নওগাঁর বদলগাছীতে বেপরোয়া মাটিবাহী ট্রাক্টর উল্টে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক নিহত হয়েছে।
গ্রামবাসী সুত্রে জানা যায়, সোমবার সকাল ৮টায় উপজেলার পাহাড়ারপুর ইউপির মালঞ্চা গ্রামের মুসা ও শরিফুলের একটি গর্ত থেকে এসকেভেটর (ভিকো) মেশিন দিয়ে মাটি কেটে মাটি ব্যবসায়ী ওয়াদুদ ইটভাটায় বিক্রি করছিল। ভিকো দিয়ে ট্রাক্টরে মাটি ভরাট করার পর ট্রাক্টর চালক ট্রাক্টরটি চালু করে। এবং ট্রাক্টরটি স্বজোড়ে টান দিলে চলন্ত ট্রাক্টরের চাকা সেখানে দেবে যায়। দেবে যাওয়া চাকা তোলার জন্য চালক আরো জোড়ে পিকআপ টানলে ট্রাক্টরের ইঞ্জিন উল্টে যায়। এসময় ট্রাক্টরের ইঞ্জিনের চাপায় চালক ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
বিষয়টি ধামাচাপা দিতে সংশ্লিষ্টরা সাথে সাথেই হাসপাতালে নেওয়ার নাম করে ঘটনাস্থল থেকে লাশটি সরিয়ে ফেলে।
নিহত ট্রাক্টর চালকের নাম মেরাজুল ইসলাম(৩৫)। মেরাজুল পাশ্বর্বতী জয়পুরহাট জেলার সদর থানার ভাতশা ইউনিয়নের চকমোহন গ্রামের মৃত আনছার আলীর ছেলে বলে জানা যায়।
এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনর্চাজ মোঃ আতিকুল ইসলাম জানায়, বিষয়টি শুনেছি কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আন্তর্জাতিক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ
অপরাধ ও দুর্নীতি: ব্যাগভর্তি জাল টাকা, হাসপাতালে বিল দেয়ার সময় আটক তিন
সারাদেশ: সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি