লালমোহনে ডায়রিয়ার প্রকোপ বাড়ায় অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হাসপাতালে ৫০০ ব্যাগ আইভি স্যালাইন প্রদান করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
মঙ্গলবার (৪ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে “ডায়রিয়ার স্যালাইন অনুদার প্রদান” অনুষ্ঠানে এমপি শাওন বলেন, মৌসুম পরিবর্তনের ফলে লালমোহনে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এবং হাসপাতালে স্যালাইনের পর্যাপ্ত সরবরাহ না থাকায় গরীব রোগীরা অসহায় হয়ে পড়েছিল। তাদের বিনামূল্যে স্যালাইন প্রদানের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ৫শ ব্যাগ স্যালাইন প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, লালমোহনে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এবং হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন সরবরাহ না থাকায় বাইরের ফার্মেসী থেকে নির্ধারিত মূল্যের বেশী দামে স্যালাইন কিনতে গিয়ে সংকটে পরেছিল রোগীরা। তাই অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য লালমোহন হাসপাতালে দুই দফায় ৫শ করে একহাজার ব্যাগ স্যালাইন প্রদান করেন এমপি শাওন।
স্যালাইন অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মহসিন খানসহ আরও অনেকে।
অর্থ-বাণিজ্য: অধিকাংশ শেয়ারে দাম বাড়লেও পতন থামেনি শেয়ারবাজারে
সারাদেশ: শিমের বেগুনি ফুলেই কৃষাণীর স্বপ্ন
সারাদেশ: মহানন্দা নেশাজাতীয় সিরাপ জব্দ