কুস্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে একদিন পর আবারও ২৪ ঘন্টায় মৃত্যুবেড়ে ১১ হয়েছে। এদের মধ্যে ৯ জন করোনা পজেটিভ ছিল বাকী ২ জনমারা যান করোনা উপসর্গ নিয়ে। বুধবার সকাল ৮ টা থেকে আজবৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময় এদের মৃত্যু হয়। একইসময় আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। এর আগের দিন ২৪ ঘন্টায় করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালেরকরোনা ইউনিটে মৃত্যু হয়েছে ৪ জনের। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৪ হাজার ৫১ জন,সুস্থুহয়েছেন ১০ হাজার ৮১ জন,এ পর্যন্ত করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়েমারা গেছেন ৫৫০ জন।আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেনারেল হাসপাতালের পরিসংখ্যানকর্মকর্তা মেজবাউল আলম এ তথ্য দেন।কুষ্টিয়া পিসিআর ল্যাবে বুধবার ৫২২ টি নমুনা পরীক্ষার বিপরীতেনতুন করে ১৪৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮.৫৪শতাংশ।এদিকে হাসপাতালে কয়েকদিন পর করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়েরোগী ভর্তির চাপ আবারও বেড়েছে।কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্বাবধায়কডা.আব্দুল মোমেন জানান, করোনা ডেডিকেডেট জেনারেলহাসপাতালের ২০০ শয্যায় করোনা ও উপসর্গ নিয়ে এখন ভর্তি আছেন২০১ জন রোগী। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যায় ১৫১ জন।বাকীরা করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। ৭০ শতাংশ রোগীরঅক্সিজেন প্রয়োজন হচ্ছে।সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, গত ৭দিনে কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে ৮৬ জনের মৃত্যু এবং আক্রান্তহয়েছেন ১২৩৬ জন।