নওগাঁর পত্নীতলায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এর বিরুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা সিদ্দিক প্রতাপ সেতুর নাম পরিবর্তন করার অভিযোগ উঠেছে। আকস্মিকভাবে সেতুর দুই পাশের নতুন সাইনবোর্ডে শহীদ মুক্তিযোদ্ধা সিদ্দিক প্রতাপ সেতুর নাম না লিখে পত্নীতলায় সেতু লেখায় মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হয়েছে বলে চরম ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীরা। দ্রুত সাইনবোর্ডটি অপসারন করে সেতুর সঠিক নাম ব্যবহারের দাবী জানান মুক্তিযোদ্ধারা।
জানা গেছে, নওগাঁর পত্নীতলায় উপজেলার নজিপুর পৌরসভা এলাকা থেকে পার্শ্ববর্তী সাপাহার উপজেলায় যাওয়ার একমাত্র সড়কের মধ্য দিয়ে বহমান আত্রাই নদীর উপর ১৯৯৩ সালের ৩০ জুন সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধায়নে একটি সেতু নির্মান করা হয়। ১৯৯৪ সালের ১১ জানুয়ারী তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ সেতুটি উদ্বোধন করেন। সেই সময় স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবীতে উপজেলার কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা শহীদ সিদ্দিক প্রতাপের নামে সেতুটির নামকরন করা হয়। সেতুটি নির্মাণের মাধ্যমে পত্নীতলায় উপজেলার সাথে পাশ্ববর্তী আম উৎপাদনের সর্ববৃহৎ উপজেলা সাপাহারের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। সম্পতি জেলা জুড়ে স্থান সনাক্তকরনের সুবিধার্থে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সকল সড়ক ও ব্রীজের পার্শ্বে সাইনবোর্ড বসানো হয়েছে। এবছর জুলাই মাসে আত্রাই নদীর উপর নির্মিত শহীদ মুক্তিযোদ্ধা সিদ্দিক প্রতাপ সেতুর দুই পার্শ্বে পত্নীতলায় সেতু লিখে দুইটি সাইনবোর্ড বসিয়েছে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
সাইনবোর্ডটি স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীদের নজরে আসলে তাঁদেও মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
পত্নীতলায় সাইনবোর্ডটি অপসারন করতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে বিষয়টি অবগত করেন নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন আহমেদসহ উপজেলার অন্যান্য মুক্তিযোদ্ধারা।
পত্নীতলায় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: শহিদুল ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ সিদ্দিক প্রতাপ ছিলেন আমাদের উপজেলার একজন কৃতি সন্তান। সেই সময় আমাদের দাবীতে তৎকালীন প্রধানমন্ত্রী এই সেতুর নামকরন শহীদ মুক্তিযোদ্ধা সিদ্দিক প্রতাপ সেতু করতে বাধ্য হয়েছিলেন। এর সাথে মুক্তিযোদ্ধাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। হঠাৎ করে সেই সেতুর নাম পরিবর্তন করে আমাদের মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছে নওগাঁ সড়ক বিভাগ। দ্রুত সাইনবোর্ডটি অপসারন করা না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।
নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন আহমেদ বলেন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) হঠাৎ করে শহীদ মুক্তিযোদ্ধা সিদ্দিক প্রতাপ সেতু নামের পরিবর্তে কেনো পত্নীতলা সেতু নামে সাইনবোর্ড বসিয়েছে তা বোধগম্য নয়। তারা অনতিবিলম্বে সাইনবোর্ডে পত্নীতলা সেতু নাম পরিবর্তন করে শহীদ মুক্তিযোদ্ধা সিদ্দিক প্রতাপ সেতু যদি না করে তাহলে আমরা প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশসহ অন্যান্য কঠোর পদক্ষেপ নেবো।
এ বিষয়ে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) পত্নীতলার উপজেলার উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, সাইনবোর্ডটিতে ভূলক্রমে পত্নীতলা সেতু লেখা হয়েছে। শীঘ্রই সেখানে ভূল সংশোধন করে শহীদ মুক্তিযোদ্ধা সিদ্দিক প্রতাপ সেতু লেখা হবে।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
নওগাঁর পত্নীতলায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এর বিরুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা সিদ্দিক প্রতাপ সেতুর নাম পরিবর্তন করার অভিযোগ উঠেছে। আকস্মিকভাবে সেতুর দুই পাশের নতুন সাইনবোর্ডে শহীদ মুক্তিযোদ্ধা সিদ্দিক প্রতাপ সেতুর নাম না লিখে পত্নীতলায় সেতু লেখায় মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হয়েছে বলে চরম ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীরা। দ্রুত সাইনবোর্ডটি অপসারন করে সেতুর সঠিক নাম ব্যবহারের দাবী জানান মুক্তিযোদ্ধারা।
জানা গেছে, নওগাঁর পত্নীতলায় উপজেলার নজিপুর পৌরসভা এলাকা থেকে পার্শ্ববর্তী সাপাহার উপজেলায় যাওয়ার একমাত্র সড়কের মধ্য দিয়ে বহমান আত্রাই নদীর উপর ১৯৯৩ সালের ৩০ জুন সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধায়নে একটি সেতু নির্মান করা হয়। ১৯৯৪ সালের ১১ জানুয়ারী তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ সেতুটি উদ্বোধন করেন। সেই সময় স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবীতে উপজেলার কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা শহীদ সিদ্দিক প্রতাপের নামে সেতুটির নামকরন করা হয়। সেতুটি নির্মাণের মাধ্যমে পত্নীতলায় উপজেলার সাথে পাশ্ববর্তী আম উৎপাদনের সর্ববৃহৎ উপজেলা সাপাহারের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। সম্পতি জেলা জুড়ে স্থান সনাক্তকরনের সুবিধার্থে সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সকল সড়ক ও ব্রীজের পার্শ্বে সাইনবোর্ড বসানো হয়েছে। এবছর জুলাই মাসে আত্রাই নদীর উপর নির্মিত শহীদ মুক্তিযোদ্ধা সিদ্দিক প্রতাপ সেতুর দুই পার্শ্বে পত্নীতলায় সেতু লিখে দুইটি সাইনবোর্ড বসিয়েছে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
সাইনবোর্ডটি স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীদের নজরে আসলে তাঁদেও মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
পত্নীতলায় সাইনবোর্ডটি অপসারন করতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে বিষয়টি অবগত করেন নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন আহমেদসহ উপজেলার অন্যান্য মুক্তিযোদ্ধারা।
পত্নীতলায় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: শহিদুল ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ সিদ্দিক প্রতাপ ছিলেন আমাদের উপজেলার একজন কৃতি সন্তান। সেই সময় আমাদের দাবীতে তৎকালীন প্রধানমন্ত্রী এই সেতুর নামকরন শহীদ মুক্তিযোদ্ধা সিদ্দিক প্রতাপ সেতু করতে বাধ্য হয়েছিলেন। এর সাথে মুক্তিযোদ্ধাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। হঠাৎ করে সেই সেতুর নাম পরিবর্তন করে আমাদের মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছে নওগাঁ সড়ক বিভাগ। দ্রুত সাইনবোর্ডটি অপসারন করা না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।
নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন আহমেদ বলেন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) হঠাৎ করে শহীদ মুক্তিযোদ্ধা সিদ্দিক প্রতাপ সেতু নামের পরিবর্তে কেনো পত্নীতলা সেতু নামে সাইনবোর্ড বসিয়েছে তা বোধগম্য নয়। তারা অনতিবিলম্বে সাইনবোর্ডে পত্নীতলা সেতু নাম পরিবর্তন করে শহীদ মুক্তিযোদ্ধা সিদ্দিক প্রতাপ সেতু যদি না করে তাহলে আমরা প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশসহ অন্যান্য কঠোর পদক্ষেপ নেবো।
এ বিষয়ে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগ (সওজ) পত্নীতলার উপজেলার উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, সাইনবোর্ডটিতে ভূলক্রমে পত্নীতলা সেতু লেখা হয়েছে। শীঘ্রই সেখানে ভূল সংশোধন করে শহীদ মুক্তিযোদ্ধা সিদ্দিক প্রতাপ সেতু লেখা হবে।