image

নওগাঁয় মাদক উদ্ধারের ঘরটি কমিশনার মজনুর নয়

বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
কাজী কামাল হোসেন, নওগাঁ

নওগাঁ শহরের চাল বাজার এলাকায় মাদক উদ্ধারের অফিস ঘরটি পৌর কমিশনার শেখ মোজাম্মেল হক মজনুর নয় বলে জানিয়েছেন তিনি। একটি কুচক্রী মহল তার মান সম্মান হানি করার উদ্দেশ্যে সাংবাদিকদের মিথ্যে তথ্য দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার(২৯ জুলাই) দুপুরে সাংবাদিকদের কাছে এই দাবি করেছেন পৌর কমশিনার শেখ মোজাম্মেল হক মজনু।

তিনি জানিয়েছেন, ওই ঘরটি পৌরসভার কিচেন মার্কেটের দ্বিতীয় তলার ২ নম্বর ঘর। র্দীঘদিন ধরে নিজের অফিস হিসেবে ব্যবহারের জন্য পৌরসভার কাছ থেকে তিনি লিখিত চুক্তিতে বরাদ্দ নিয়েছিলেন। চলতি মাসের ১৩ তারিখে সেই ঘর তিনি আবার লিটন কুমার দাস নামে অন্য ব্যক্তির কাছে বিক্রি করেছেন।

মজনু বলেন, ‘বিক্রির পর থকেে ওই মার্কেটের ঘরের সাথে আমার কোন সর্ম্পক নেই। সেখান থেকে মদ উদ্ধারের পর বেশ কিছু সংবাদ মাধ্যমের খবরে আমার নাম এসেছে । যা খুবই অপ্রত্যাশিত। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

মজনু জানান, আমি পৌরসভার ৫ নম্বর ওর্য়াডের কমিশনার। কিন্তু শহর জুড়ে আমার সুনাম রয়েছে। ফলে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে আমাকে বারবার নির্বাচিত করেছেন। আমি সর্বদা সাধারণ মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। কিন্তু একটি মহল শত্রুতা বসতঃ সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়েছেন।

সমাজ থেকে মাদক নির্মূলে একজন জনপ্রতিনিধি হিসেবে পুলিশ প্রশাসনকে সর্বাত্নক সহযোগিতা করে আসছি। আগামীতেও তার সেই প্রচেষ্টা অব্যহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি