টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের আবাদী বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষক শ্রমিক জনতালীগের রবিন ও তার সহযোগীদের হামলায় দোকান লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৭জুলাই) সকালে এ ঘটনা ঘটে। হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেণ, মৃত আমজাদ আলীর ছেলে আজাহার আলী(৫০), শাজাহান(৪৫), মোঃ শরিফ (২৫)। লোকজন আহতদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ ব্যাপারে বুধবার আহতের চাচা বাদী হয়ে রবিনসহ ৮ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগকারী শাহজাহান বলেন, আমার ভাই আজাহারের মুদির দোকান থেকে এক লাখ পঁচানব্বই হাজার টাকা এবং আমার তৈলের দোকান থেকে দুই লাখ ছিয়াশি হাজার টাকা লুট করে রবিনের নেতৃত্বে তার সহকর্মীরা ।
প্রত্যক্ষসূত্রে জানাযায় ,সোমবার বিকেলে খাস জমিতে খাল কাটা নিয়ে রবিন(৩২), শামিম (৩৬), আঃ করিম(৫৫)দের সাথে মৃত আমজাদ আলীর ছেলে আজাহার আলী ,তার ছেলে শরিফ এর সাথে সামান্য কথা কাটাকাটি হয়।
তার জেরধরে রবিন গংরা মঙ্গলবার দিন সকাল ১১ঘটিকায় দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া,লাঠিসোঠা নিয়ে আজাহার, শরিফ ও আজাহারের ভাই শাজাহান এর উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনজনই মারাত্মক ভাবে আহত হয়। এছাড়া দোকান ভাংচুর ও লুটপাট চালায় হামলাকারীরা।
ইউপি চেয়ারম্যান আনছার আলী আসিফ এই ঘটনার সত্যতা স্বীকার করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সখীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) জয়নাল জানান,অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।
অর্থ-বাণিজ্য: অস্থিতিশীল পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কাগজশিল্প
অর্থ-বাণিজ্য: হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানি অনেক বেড়েছে
অর্থ-বাণিজ্য: ইজিসিবির শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ ঘোষণা
অর্থ-বাণিজ্য: ডিসেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৩.৪ শতাংশ বৃদ্ধি