নেশার টাকা না পেয়েই খালাকে খুন

শুক্রবার, ৩০ জুলাই ২০২১
জেলা বার্তা পরিবেশক,ময়মনসিংহ

মাদক সেবনের টাকা না পেয়ে নিজ খালাকে খুন করার একদিন পরেই র‌্যাবের হাতে ধরা পড়লো আরিফ নামের এক যুবক। র‌্যাবের হাতে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নেশার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তার খালা নার্গিসকে খুন করেছিল বলে জানায় আরিফ।

র‌্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের মিডিয়া অফিসার হান্নানুল ইসলাম জানান, ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পাঞ্জানা পালোয়ান মার্কেট এলাকায় মাদকের টাকা না দেয়াকে কেন্দ্র করে গত বুধবার রাতে নার্গিস আক্তার (৪২) কে তার নিজ বসতঘরে নির্মমভাবে ধাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে নার্গিসের আপন বোনের ছেলে আরিফ। এর ভিত্তিতে র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন, পারিপার্শ্বিকতা ও নিহতের বিভিন্ন বিষয় পর্যালোচনা ও বিশ্লেষণ করে র‌্যাব তদন্ত শুরু করে একদিনের মধ্যেই ঘটনার রহস্য উন্মোচন করে। পরে বৃহষ্পতিবার বিকেলে অভিযুক্ত আরিফ হোসেন (১৭) কে তার নিজ বাড়ি থেকে আটক করে র‌্যাব। আরিফ ফুলবাড়িয়ার পুটিজানা ইউনিয়নের পাঞ্জানা গ্রামের কবির মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ কার্যালয় সূত্রে জানা যায়, আসামি আরিফ মৃত নার্গিস আক্তারের আপন ছোট বোনের ছেলে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে সে স্বীকার করে যে, মাদকের টাকা না পেয়ে তার আপন খালাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সে। র‌্যাব জানায়, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি