করোনায় কক্সবাজারে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ২০২

শুক্রবার, ৩০ জুলাই ২০২১
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ২৪ ঘন্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৪ জনে। একই সঙ্গে নতুন করে আরও আক্রান্ত হয়েছে ২০২ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৪৫০ জন।

কক্সবাজার সিভিল সার্জন অফিসের তথ্য মতে, বৃহস্পতিবার (২৯ জুলাই) নতুন করে আরও ২০২ জন করোনায় আক্রান্ত হয়ে আক্রান্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৮২ শতাংশে। আক্রান্ত মোট ১৭ হাজার ৪৫০ জনের মধ্যে সুস্থ হয়েছে ১৩ হাজার ৯৮১ জন।

এই পর্যন্ত সুস্থ হওয়ার হার ৮০ হার ১২ শতাংশ, মৃত্যুহার ১ দশমিক ৩২ শতাংশ। বর্তমানে হোম আইসোলেশনে আছে ২ হাজার ৫২৭ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে ৫১১ জন। মৃত্যু ১৮৪ জনের মধ্যে রোহিঙ্গা রয়েছে ২৮ জন। অন্যান্যদের মধ্যে কক্সবাজার সদরে ৮৬, রামুতে ৮, উখিয়ায় ১৪, চকরিয়ায় ২০, টেকনাফে ১৬, পেকুয়ায় ৫, কুতুবদিয়ায় ৩ এবং মহেশখালীতে ৪ জনের মৃত্যু হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের নেতা মোতালেব শিকদারকে গুলি

সম্প্রতি