ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২৩৭ জন আক্রান্ত

সংবাদ অনলাইন রিপোর্ট

বাড়ছে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৩৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ২১৮ জন ভর্তি হয়েছে। ঢাকার বাইরে ১৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে গতকাল পহেলা আগস্ট পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২৮৯৫ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়েছে ২০২৯ জন। এখনও হাসপাতালে ভর্তি আছে ৮৬২ জন। ঢাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৮২৮ জন। অন্যান্য বিভাগে ভর্তি হয়েছে ৩৪ জন।

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমাজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া এ সব তথ্য জানিয়েছেন। তবে রোববার (১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পরিসংখ্যানে এ সব তথ্য জানা গেলেও সন্ধ্যা পর্যন্ত এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালে ভর্তিকৃত সন্দেহভাজন রোগীদের মধ্যে মিটফোর্ড হাসপাতালে ৩৩ জন, ঢাকা শিশু হাসপাতালে ৭ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ১ জন, পিলখানা বিজিবি হাসপাতালে ১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছে। এ ছাড়াও খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ ও ঢাকার আশপাশের জেলাগুলোর হাসপাতালে অন্যরা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।

ঢাকা শিশু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সৈয়দ সফি আহমেদ সংবাদকে জানান, শিশু হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৮ জন এখন ভর্তি আছে। তার মধ্যে ৬ জন আইসিইউতে আছে। গত দুই মাসে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ মারা গেছেন।

বিশেষজ্ঞের মতে, কোন শিশু ডেঙ্গু ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে প্রথম তিন দিনের মধ্যে ডেঙ্গু টেস্ট করা দরকার বলে তিনি মন্তব্য করেন।

‘সারাদেশ’ : আরও খবর

» নিপা ভাইরাস: খেজুরের কাঁচারস ও বাদুড়ে খাওয়া আধাফল না খাওয়ার পরামর্শ

» ডিমলায় আনসার ক্যাম্পে দুই দফা সন্ত্রাসী তা-বে ৭ শতাধিক আসামির বিরুদ্ধে মামলা হলেও ৯ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

» ৪ বিভাগ ও ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা

» শ্রেষ্ঠ সমাজসেবা পদক পেলেন তারাগঞ্জের কর্মকর্তা

সম্প্রতি