বাগেরহাটে কর্মহীনদের মাঝেখাদ্যসামগ্রী বিতরণ করলেন তন্ময়

প্রতিনিধি, বাগেরহাট

করোনা সংক্রমণ থেকে গভবর্তী নারীদের রক্ষায় বাগেরহাট জেলা সদর আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় নিজস্ব তহবীল থেকে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

গত বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট শহরের মা ও শিশু কল্যাণকেন্দ্রে এ সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সংসদ সদস্যের একান্ত সহকারী এইচএম শাহীন, চয়ন ইসলাম ও এ কর্মসূচির মূল উদ্যোক্তা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।

এদিকে, করোনা পরিস্থিতিতে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার কর্মহীন পাচ সহস্রাধিক হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে এখানের বিএনপি নেতৃবৃন্দ।

গত বুধবার বিকাল থেকে শুরু করে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের নিজস্ব অর্থায়নে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» গাইবান্ধা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে অজ্ঞান অবস্থায় উদ্ধার

» প্রশাসনের নিষ্ক্রিয়তা, বুড়ি তিস্তা নদী প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত

সম্প্রতি