করোনা সংক্রমণ থেকে গভবর্তী নারীদের রক্ষায় বাগেরহাট জেলা সদর আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় নিজস্ব তহবীল থেকে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
গত বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট শহরের মা ও শিশু কল্যাণকেন্দ্রে এ সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সংসদ সদস্যের একান্ত সহকারী এইচএম শাহীন, চয়ন ইসলাম ও এ কর্মসূচির মূল উদ্যোক্তা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।
এদিকে, করোনা পরিস্থিতিতে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার কর্মহীন পাচ সহস্রাধিক হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে এখানের বিএনপি নেতৃবৃন্দ।
গত বুধবার বিকাল থেকে শুরু করে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের নিজস্ব অর্থায়নে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা