ক্রেয়নম্যাগের উদ্যোগে চলছে অনলাইন আলোকচিত্র প্রদর্শনী ‘নিউ নরমাল থ্রু মাই আইজ’। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর ইএমকে সেন্টারে এই অনলাইন প্রদর্শনী চলবে। অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
ক্রেয়নম্যাগ এর প্রতিষ্ঠাতা তানজিরাল দিলশাদ দিতান বলেন, ছবি আসলে মানুষের কথা বলে। আজকের ছবি ভবিষ্যতের প্রামাণ্য দলিল, ইতিহাসের অংশ। আমাদের এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মাধ্যমে করোনা আক্রান্ত বর্তমান পৃথিবীটাকে ভবিষ্যতের করোনা মুক্ত পৃথিবীর জন্যে ক্যামেরার লেন্সে সংরক্ষণ করা।
সারাদেশের আটটি বিশ^বিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাব এ বছরের আয়োজনে অংশগ্রহণ করেছে। ক্লাবগুলো হলো শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স এ্যাসোসিয়েশন, নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্ট এ্যান্ড ফটোগ্রাফি ক্লাব, আর্মি আইবিএ ফিল্ম এ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি, গণবিশ^বিদ্যালয় ফটো লাইব্রেরী, ইনস্টিটিউট অফ সাইন্স এ্যান্ড টেকনোলজি ফটোগ্রাফি ক্লাব, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ফটোগ্রাফি ক্লাব, আহছানউল্লা ইউনিভার্সিটি অফ সাইন্স এ্যান্ড টেকনোলজি ফটোগ্রাফি ক্লাব, শাটারবাগস ইউল্যাব। ক্লাবগুলোতে ২০০ এর বেশি শিক্ষানবীশ আলোকচিত্রী কাজ করছেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জমাকৃত আলোকচিত্র থেকে সেরা আলোকচিত্রগুলো প্রদর্শন করা হচ্ছে। এই আয়োজনে ডিজিটাল প্ল্যাটফর্ম সহযোগী হিসেবে রয়েছে ইএমকে সেন্টার। ১৪ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে সেরা তিনজন আলোকচিত্রীর নাম ঘোষনা করা হবে।
অনলাইনে প্রদর্শনী দেখতে ভিজিট করতে হবে https://www.emkcenter.org/exhibition|