মসিকের দ্রুত নাগরিক সেবায় দুটি আঞ্চলিক কার্যালয় স্থাপন

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

সুষ্ঠু নাগরিক সেবা নিশ্চিত করতে ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে সিটি কর্পোরেশনের দুটি আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিটি কর্পোরেশেনর ২৫নং ওয়ার্ড বয়ড়ায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ আঞ্চলিক কার্যালয়-৩ এর উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। এর আগে সিটির কালিবাড়ি এলাকায় আঞ্চলিক কার্যালয়-২ এর উদ্বোধন করেন তিনি।

সিটি কর্পোরেশন সূত্রে জানান যায়, প্রতিটি কার্যালয়ে ১১টি করে ওয়াডের্র সকল ধরনের সেবা কার্যক্রম প্রদান করা হবে।

মেয়র টিটু বলেন, দ্রুততম সময়ের মধ্যে সেবা পেতে নাগরিকদের সুবিধার্থে এই আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হয়েছে। নাগরিকরা যেন প্রতিদিন দূর থেকে সময় নষ্ট ও পয়শা খরচ করে সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে গিয়ে ভোগান্তিতে না পরেন, তাই এ আঞ্চলিক কার্যালয়ে নাগরিকদের সব ধরনের সেবা দেয়া হবে। এ কার্যালয়গুলোর মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। সে লক্ষ্যে এই কার্যালয়গুলোতে পর্যাপ্ত লোকবল নিয়োগ দেয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশেনর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আনোয়ার হোসেন, পেনেল মেয়র আসিফ হোসেন ডন, সিটি কর্পোরেশেনর সচিব রাজীব কুমার সরকারসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‘সারাদেশ’ : আরও খবর

» চকরিয়ায় পানিভরা গর্তে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

» বাবার সঙ্গে সাক্ষাৎ করেছি, এটা কি আমার অপরাধ: সুব্রত বাইনের মেয়ে বিথী

» রংপুরে সারের তীব্র সংকট, কৃষকরা দিশেহারা

» সিলেটে মোটরসাইকেল সংঘর্ষে তিন জন নিহত

সম্প্রতি