খবর প্রকাশের পর
দৈনিক সংবাদ-এ প্রতিবেদন প্রকাশের পর বড়ষ্টেশন মাছঘাটের ভাঙন চিত্র পরিদর্শনে গেলেন জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকালে তিনি ভাঙ্গণ চিত্র পরিদর্শনে যান। জেলা প্রশাসক দৈনিক সংবাদকে বলেন, বড়ষ্টেশন মাছঘাটে ব্লক দেবে যাওয়ার সংবাদ দৃষ্টিগোচর হলে আমি ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি আমি অবলোকন করে পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষণ করেছি। পরে নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন তারা বুধবার (১৫ সেপ্টেম্বর) এ বিষয়ে সার্ভে করেছেন।
চাঁদপুরের মাছঘাট ছাড়াও ইলিশের বাজার পরিদর্শন করেছি। ইলিশ মাছের দাম ও চাঁদপুরের ইলিশ মাছের সরবরাহের বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয় মৎস ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। এ সময় চাঁদপুর বড়ষ্টেশন মৎস সমবায় বনিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদারসহ মৎস ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা