আইন করে নির্বাচন কমিশনকে (ইসি) স্বাধীন করাসহ সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে কমিশন পুনর্গঠন করার দাবিতে সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।
বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম ঐক্যের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশে যে কয়টি নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তার মধ্যে বেশির ভাগ কমিশন ক্ষমতাসীন দলের পক্ষে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। স্বাধীন নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার কোন কাজ করে নে।’
তাদের দাবি, নির্বাচনে কমিশনকে আইন করে স্বাধীন করতে হবে এবং আন্দোলনরত সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ২০২২ সালের নির্বাচন কমিশন গঠন করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী। সমাবেশে আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম, পিডিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদসহ গণতান্ত্রিক বাম ঐক্যের বিভিন্ন নেতারা।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
আইন করে নির্বাচন কমিশনকে (ইসি) স্বাধীন করাসহ সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে কমিশন পুনর্গঠন করার দাবিতে সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।
বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাম ঐক্যের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশে যে কয়টি নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তার মধ্যে বেশির ভাগ কমিশন ক্ষমতাসীন দলের পক্ষে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। স্বাধীন নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার কোন কাজ করে নে।’
তাদের দাবি, নির্বাচনে কমিশনকে আইন করে স্বাধীন করতে হবে এবং আন্দোলনরত সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ২০২২ সালের নির্বাচন কমিশন গঠন করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী। সমাবেশে আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম, পিডিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদসহ গণতান্ত্রিক বাম ঐক্যের বিভিন্ন নেতারা।