টেকনাফে চার ইউনিয়নে ভোট শেষ, গণনা চলছে

নুরুল হক, টেকনাফ (কক্সবাজার)

বড় ধরনের সহিংসতা ছাড়া কক্সবাজারের টেকনাফ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন উৎসব আনন্দ মুখর ও শান্তিপূর্ণ ভাবে শেষে গণনা শুরু হয়েছে। তবে ব্যালট ছিনটাই ও ভাংচুরের ঘটনায় দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ২০ সেপ্টেম্বর সোমবার সকাল ৮টা থেকে টেকনাফ সদরের হাবির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড় হাবির পাড়া নুরানী মাদ্রাসা শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। এছাড়া সাবরাং কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া নবী হোসাইন উচচ বিদ্যালয়, শাহপরীর দ্বীপ উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহপরীর দ্বীপ মাঝার পাড়াসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে পুরুষদের চেয়ে বেশি নারী ভোটারদের স্বতঃস্ফুর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়েছে এবং মাঝে মাঝে বৃষ্টির কারনে ভোটারদের দূর্ভোগ পোহাতে হয়েছে।

এদিকে দুপুরের দিকে টেকনাফের উনছিপ্রাং ও লম্বাবিল ভোট কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় ভোট কেন্দ্র দুটি স্থগিত রাখা হয়। এছাড়া টেকনাফের শাহপরীর দ্বীপ হাজি বশির আহমদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওই কেন্দ্রে প্রিসাইডিং অফিসার মো.ফারুক।

এদিকে সাবরাং ইউনিয়নের স্বতন্ত্র আনারস মার্কার প্রাথী নূর হোসেন অভিযোগ করে বলেন, দলীয় প্রার্থী প্রভাব কাটিয়ে শাহপরীর দ্বীপের কয়েকটি ভোট কেন্দ্রে ভোট ডাকাতি করেছে। এ ব্যাপারে আমি সাথে সাথে প্রশাসনকে অবহিত করলে আমার উপর তারা চড়া হয়। আমার বিজয় সু-নিশ্চিত দেখে প্রতিপক্ষরা এ পথ বেচে নেয়।

অন্যদিকে টেকনাফ সদরের নৌকার চেয়ারম্যান প্রার্থী হতাশ প্রকাশ করে আবু সৈয়দ বলেন, ‘দলীয় কর্মীরা সবাই টাকার কাছে বিক্রি হয়েছে। ফলে গুটি কয়েক জন ছাড়া কেউ সহতায় করেনি। দলের সবাই আমাকে সহায়তা করলে ৪-৫ হাজার ভোটে বিজীয় হতাম।”

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. বেদারুল ইসলাম জানান, “বড় ধরনের কোন ঘটনা ছাড়া টেকনাফের চার ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে প্রত্যাক ভোট কেন্দ্রে ভোট গণনা চলছে। নির্বাচনীয় এলাকায় পরিস্থিতি শান্ত রাখার পাশপাশি নির্বাচন পরবর্তি সহিংসতা রোধে মাঠে পর্যাপ্ত পরিমান আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর থাকবেন।

টেকনাফে চারটি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ আসনে ৪২৮ প্রার্থী রয়েছেন। উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়ন নির্বাচনে ৪২টি ভোট কেন্দ্রের মধ্যে ৩২টি অতি ঝুঁকি হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন।এসব কেন্দ্রে ২৯৩টি ভোট কক্ষ রয়েছে। চার ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৬১৫ জন। তৎমধ্যে নারী ভোটার ৫৯ হাজার ১৭৫ জন এবং পুরুষ ভোটার ৫৮ হাজার ৪৪০ জন।

‘সারাদেশ’ : আরও খবর

» নিপা ভাইরাস: খেজুরের কাঁচারস ও বাদুড়ে খাওয়া আধাফল না খাওয়ার পরামর্শ

» ডিমলায় আনসার ক্যাম্পে দুই দফা সন্ত্রাসী তা-বে ৭ শতাধিক আসামির বিরুদ্ধে মামলা হলেও ৯ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

» ৪ বিভাগ ও ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা

» শ্রেষ্ঠ সমাজসেবা পদক পেলেন তারাগঞ্জের কর্মকর্তা

সম্প্রতি