একুশে বইমেলায় বিকাশ পেমেন্টের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক বই বিক্রেতা- তা¤্রলিপি, বাতিঘর এবং অমরাবতীকে পুরস্কৃত করলো বিকাশ। তিন ক্যাটাগরিতে সেরা বিক্রেতা হিসেবে এই প্রকাশনীগুলোকে পুরস্কার দেয়া হলো।
প্যাভিলিয়ন ক্যাটাগরিতে বিকাশের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট গ্রহণ করে প্রথম পুরস্কার আইফোন জিতে নেয় তা¤্রলিপি। বাতিঘর ও অমরাবতী জিতে নেয় স্যামসাং মোবাইল ফোন ভিন্ন দু’টি স্টল ক্যাটাগরিতে।
সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে তা¤্রলিপির প্রকাশক এ কে এম তারিকুল ইসলাম রনি, বাতিঘরের স্বত্বাধিকারী দীপংকর দাশ এবং অমরাবতী প্রকাশনীর প্রকাশক এম এ মতিন এর হাতে পুরস্কার তুলে দেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ। এ সময়ে বিকাশের হেড অফ মার্চেন্ট বিজনেস মোহাম্মদ ইরফানুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার সিরাজুল মাওলা এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি মিলনকান্তি নাথ উপস্থিত ছিলেন।
বই মেলায় প্রকাশকদের ডিজিটাল পেমেন্টে উৎসাহিত করতে এই আয়োজন করে এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।
বাংলা একাডেমি আয়োজিত বই মেলার সাথে বিকাশের সম্পৃক্ততা দীর্ঘ দিনের। বই কিনতে উৎসাহিত করতে গত আট বছর ধরে বইমেলায় ক্যাশব্যাক দিয়ে আসছে বিকাশ। এছাড়া গত চার বছর ধরে মূল পৃষ্ঠপোষক হিসেবেও বাংলা একাডেমি বই মেলার সাথে সম্পৃক্ত আছে প্রতিষ্ঠানটি।
অর্থ-বাণিজ্য: জনগণ ভ্যাট দিলেও ‘অনেক সময়’ সরকার পায় না: অর্থ উপদেষ্টা
অর্থ-বাণিজ্য: সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৫৩৩ কোটি
অর্থ-বাণিজ্য: ৩১ ব্যাংক-এনবিএফআইয়ের নিরীক্ষকের মতামতে বিএসইসির উদ্বেগ
অর্থ-বাণিজ্য: বাংলাদেশ ব্যাংকে ই-নথি চালু হলো
অর্থ-বাণিজ্য: নিট মুনাফা না হলে ব্যাংকের কর্মীরা উৎসাহ বোনাস পাবেন না