নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ৩৫ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে এপিবিএন ও কোস্টগার্ডের সদস্যরা।
সোমবার দুপুর বারোটার দিকে ভাসানচরের ৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণে জঙ্গল হতে আত্মগোপনে থাকা অবস্থায় তাদেরকে আটক করা হয়। তারা প্রত্যেকে ভাসানচরের ৫০ নং ক্লাস্টারের বাসিন্দা। এর আগে তারা রোববার দিবাগত গভীর রাতে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যায়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃতদের থানা পুলিশের সহায়তায় দুুপুর পৌনে ৩টার টার দিকে তাদের সিআইসি অফিসে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পরবর্তীতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা