দোহারে সরকারি জায়গা দখলমুক্ত

বুধবার, ১৩ অক্টোবর ২০২১
প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া বাজার জামে মসজিদের সামনে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নির্মাণ করা স্থাপনা উচ্ছেদ করে জায়গা দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১১ অক্টোবর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বির নির্দেশে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। জানা যায়, উপজেলার জয়পাড়া বাজারে অবস্থিত জয়পাড়া বাজার জামে মসজিদের পশ্চিম পাশে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা চালান এক প্রভাবশালী ব্যক্তি। সংবাদ পেয়ে দোহার উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের জন্য পুতে রাখা খুঁটি ভেঙ্গে দিয়ে জায়গা দখলমুক্ত করেন। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন- উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মো. হাসান আহাম্মেদ, সার্ভেয়ার কামাল হোসেন, কানন ঘোষ ও মোহাম্মদ মনিরুজ্জামান।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি