image

মতিঝিলে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের ভবনের আগুন নিয়ন্ত্রণে

বুধবার, ১৩ অক্টোবর ২০২১
নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ১২তলা ভবনের ছয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আজ দুপুর ১২টার পরে ওই ভবনের ছয় তলায় আগুনের সূত্রপাত হয়।

রাত ৯টায় সময় ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ সংবাদকে জানান, ৬৯-৭০,মতিঝিল জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তুক ভবনের ছয় তলায় এয়ারকন্ডিশন থেকে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের চেয়ে বেশি ধোয়া ছিল। এতে উক্ত ভবনের বা ভবনে অফিসিয়াল কোন মূল্যবান কাগজ পত্র বা কোন ডকুমেন্ট আগুনে পুড়ে যায়নি।

দুপুর ১২ঃ২৮ মিনিটের সময় ঐ ভবনে আগুন লাগার খবর পেয়ে বাংলাদেশ ব্যাংকের টহলে নিয়োজিত ফায়ার সার্ভিসের একটি গাড়ী প্রথমে ও পরে আরো দুটি ফায়ার গাড়ী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।

‘সারাদেশ’ : আরও খবর

» খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের নেতা মোতালেব শিকদারকে গুলি

সম্প্রতি