image
অটোরিকশাকে ধাক্কা দেয়া বিআরটিসি বাস

চাঁদপুরে সড়কে ঝড়লো ৩ শিক্ষার্থীর প্রাণ, বাস ভাঙ্গচুর

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
জেলা প্রতিনিধি, চাঁদপুর:

চাঁদপুরের কচুয়ায় বিআরটিসির বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা ৩ কলেজ শিক্ষার্থী মারা গেছেন। এতে বিক্ষুদ্ধ হয়ে স্থানীয়রা বাস ভাঙ্গচুর করে সড়ক অবরোধ করে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের কচুয়া উপজেলার কড়ইয়া (বিশ্বরোড) নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায় এ ঘটনায় নিহতরা হলেন, কচুয়া উপজেলার দোয়াটি গ্রামের রাজকুমারের মেয়ে কলেজ শিক্ষার্থী ঊর্মি মজুমদার (২৪), কোয়া গ্রামের কলেজ শিক্ষার্থী রিফাত (২৩) এবং নিশ্চিতপুর গ্রামের ছেলে ও চাঁদপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র মান্নানের ছেলে সাদ্দাম (২২)।

এ ঘটনায় আহতরা হলেন, বালিয়াতলী গ্রামের মোখলেসুর রহমানের ছেলে সিএনজির যাত্রী ইব্রাহিম (২৫) ও নিশ্চিতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সিএনজি চালক মনির হোসেন (৩৫)। এর মধ্যে চালক মনির হোসেনের অবস্থা গুরুতর। হতাহতদের প্রত্যেকেই সিএনজির যাত্রী ছিল।

স্থানীয়রা জানায়, বৃস্পতিবার সকালে ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাদ্দাম ও রিফাত মারা যায়। বাকিদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় উর্মিও মারা যায়। আহত যাত্রী ইব্রাহিম কচুয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং সিএনজি চালক মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। উত্তেজিত জনতা বাস ভাঙ্গচুর করলে দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি সেখান থেকে উদ্ধার করে কচুয়া থানা হেফাজতে নেয়া হয়েছে। বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক সম্ভব হয়নি। এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ থানায় কেউ করেনি।

এদিকে এক দিন আগে মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শান্ত (১৭) ও আসিফ (১৮) নামের ২ এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকায় ঐ দুর্ঘটনাটি ঘটেছে।

‘সারাদেশ’ : আরও খবর

» যশোরে বিধবা বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় ভাই খুন, দু’জন আটক

সম্প্রতি