image

বান্দরবানে জেএসএসর দুই গ্রু‌পের গোলাগু‌লিতে নিহত ৬

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০
বান্দরবান প্রতি‌নি‌ধি

বান্দরবা‌নের রাজ‌বিলার বাঘমারা এলাকায় জেএসএস-এর দুই গ্রু‌পের মধ্যে গোলাগু‌লি‌তে জেএসএস সংস্কার এর সভাপতিসহ ৬ সদস্য নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় গু‌লি‌বিদ্ধ হ‌য়ে‌ছেন আরাও অন্তত ২ জন। মঙ্গলবার (৭ জুলাই) ভো‌রে সদ‌রের বাঘমারায় এঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, জেএসএস সংস্কার এর জেলা সভাপ‌তি রতন তঞ্চঙ্গ্যা, সহসভাপ‌তি প্র‌জিত চাকমা, সদস্য ডে‌বিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দি‌পেন ত্রিপুরা। গু‌লি‌বিদ্ধ দুজন হ‌লেন, বিদ্যুৎ ত্রিপুরা ও নিরু চাকমা।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে পার্বত্য জনসংহ‌তি স‌মি‌তি (জেএসএস) এর মূল ও সংস্কার দুই গ্রু‌পের মধ্যে গু‌লি বিনিময়ের হয়। এঘটনায় ‌জেএসএস-এর সংস্কার গ্রু‌পের ৬ জন ‌নিহত হ‌য়ে‌ছেন। গু‌লিবিদ্ধ হ‌য়ে‌ছেন আরথও ২ জন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ‌হিদুল ইসলাম ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। পরে এ‌ বিষ‌য়ে বিস্তা‌রিত বলা যাবে।

‘সারাদেশ’ : আরও খবর

» মহেশপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

» সিরাপ জব্দ, আটক ১

» সাঘাটায় কাবিখা প্রকল্পের মাধ্যমে শিমুল তাইড় কবরস্থানে মাটিভরাট কাজ সম্পন্ন

সম্প্রতি