সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের সোনালী ব্যাংক ভবনে বঙ্গবন্ধু কর্নার ও মুজিব কর্নারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) মুজিব শতবর্ষে ভার্চুয়ালি এটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম ও শিল্পী পাভেল রহমান।
সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, আমরা চেষ্টা করেছি এখানে বঙ্গবন্ধুর অমর বাণী তুলে ধরতে। এখানে আমরা তুলে ধরছি, সরকারি চাকরিজীবীদের উদ্দেশে জাতির পিতার দেয়া ভাষণ। এখানে তরুণ প্রজন্ম যেন জাতির পিতাকে উপলব্ধি করতে পারে, জানতে পারে এজন্য তার দেয়া বক্তব্য, ছবিসহ নানা বিষয় তুলে ধরেছি।
সারাদেশ: যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা