করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যমুনা ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা শরিফুল বারী মিল্টন মারা গেছেন। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। শুক্রবার (৯ এপ্রিল) যমুনা ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।
জানা গেছে, শরিফুল বারী মিল্টন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে মারা যান। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে গত ২১ মার্চ তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ২০০৮ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন শরিফুল বারী মিল্টন। তিনি যমুনা ব্যাংককের হেড অফিসের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসেবে এনআরবি ডিভিশনে দীর্ঘ ১০ বছর কর্মরত ছিলেন।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা