image

করোনার মধ্যেও চীনের কয়লা উৎপাদন ১৬ শতাংশ বেড়েছে

সংবাদ অনলাইন ডেস্ক

করোনার মধ্যেও চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বেড়েছে চীনের কয়লা উৎপাদন। গত বছরের একই সময়ের তুলনায় দেশটির কয়লা উৎপাদন বেড়েছে ১৬ শতাংশ। শীতের তীব্রতায় অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা বৃদ্ধি এবং শিল্প-কারখানাগুলোর কার্যক্রম ত্বরান্বিত হওয়ায় দেশটিতে জ্বালানি পণ্যটির উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রয়টার্স।

দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) শুক্রবার প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শিল্পপ্রধান দেশটির কয়লা উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ কোটি ৫৬ লাখ টনে। ২০২০ সালের একই সময়ে কয়লা উৎপাদনের পরিমাণ ছিল ৮২ কোটি ৯৯ লাখ ১০ হাজার টন। কেবল চলতি বছরের মার্চেই চীনে জ্বালানি পণ্যটির উৎপাদন ছিল ৩৪ কোটি ৭৬ লাখ টন। সে হিসাবে এক বছর আগের একই সময়ের তুলনায় মার্চে দেশটির কয়লা উৎপাদন কমেছে দশমিক ২ শতাংশ। করোনা মহামারী রোধে চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের তুলনায় চীনের বিধি-নিষেধ কিছুটা শিথিল ছিল। ফলে দেশটিতে কয়লা উৎপাদন আগের বছরের তুলনায় বেড়েছে। যদিও বেশ কয়টি বড় ধরনের দুর্ঘটনার মধ্য দিয়ে যেতে হয়েছে চীনের কয়লা খনিগুলোকে। তবে দুর্ঘটনার পর পরই সেখানে নজরদারি বাড়িয়েছে চীন।

অন্যদিকে অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে শিল্প-কারখানাগুলোয় কয়লার ব্যবহার বৃদ্ধি এবং তীব্র শীতের ফলে কয়লার চাহিদা বেড়ে যাওয়ায় জানুয়ারি-মার্চ প্রান্তিকে চীনের কয়লা উৎপাদন বেশ বেড়েছে। চীনের উপকূলীয় আটটি প্রদেশে কেবল মার্চের দৈনিক কয়লার ব্যবহার গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৮০ শতাংশ বেড়েছে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: বিকাশের নতুন উদ্যোগ ‘বি হাইভ’