image

শেয়ার কিনছে বিনিয়োগকারীরা

সংবাদ অনলাইন রিপোর্ট

শেয়ার কিনছে বিনিয়োগকারীরা

টানা দুই কার্যদিবসে দর পতনের পর বুধবার (২৮ জুলাই) শেয়ার কিনছে বিনিয়োগকারী। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রথম পৌনে ১ ঘণ্টার লেনদেনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২৬টি কোম্পানি ও ফান্ডের দর বেড়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এসময় সিএসইতে ৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হতে দেখা গেছে।

বুধবার (২৮জুলাই) সকাল পৌনে ১১ টা পর্যন্ত ডিএসই ও সিএসই’র লেনদেন পর্যালোচনায় এমন চিত্র দেখা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ২২৬টির, দর কমেছে ৮৫টির ও দর অপরিবর্তিত ছিল ৫৬টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ৩৩৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অধিকাংশ কোম্পানির শেয়ার দরের ঊর্ধ্বমুখী প্রবণতায় এসময় ডিএসই’র সার্বিক মূল্যসূচক ডিএসইএক্স ১৬.২২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৯৫ পয়েন্ট অতিক্রম করেছে। এসময় ডিএসইএস ও ডিএস-৩০ সূচক যথাক্রমে ০.৪৫ পয়েন্ট ও ৩.২৩ পয়েন্ট বেড়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ১৭৭টি কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ৮২টির, দর কমেছে ৬৪টির ও দর অপরিবর্তিত ছিল ৩১টির। এসময় সিএসই’র সাধারণ মূল্যসূচক সিএসসিএক্স ৩.৮৯ পয়েন্ট বেড়েছে। যদিও ১০টা ১৫ মিনিটে সিএসসিএক্স সূচক ১১ হাজার ১১৭ পয়েন্টে নেমে গিয়েছিল।

###

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» বিশ্বব্যাংকের পূর্বাভাস: চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৬ শতাংশ

সম্প্রতি