image

শেয়ার কিনছে বিনিয়োগকারীরা

বুধবার, ২৮ জুলাই ২০২১
সংবাদ অনলাইন রিপোর্ট

শেয়ার কিনছে বিনিয়োগকারীরা

টানা দুই কার্যদিবসে দর পতনের পর বুধবার (২৮ জুলাই) শেয়ার কিনছে বিনিয়োগকারী। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রথম পৌনে ১ ঘণ্টার লেনদেনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২৬টি কোম্পানি ও ফান্ডের দর বেড়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এসময় সিএসইতে ৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হতে দেখা গেছে।

বুধবার (২৮জুলাই) সকাল পৌনে ১১ টা পর্যন্ত ডিএসই ও সিএসই’র লেনদেন পর্যালোচনায় এমন চিত্র দেখা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ২২৬টির, দর কমেছে ৮৫টির ও দর অপরিবর্তিত ছিল ৫৬টি প্রতিষ্ঠানের। এসময় ডিএসইতে ৩৩৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অধিকাংশ কোম্পানির শেয়ার দরের ঊর্ধ্বমুখী প্রবণতায় এসময় ডিএসই’র সার্বিক মূল্যসূচক ডিএসইএক্স ১৬.২২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৯৫ পয়েন্ট অতিক্রম করেছে। এসময় ডিএসইএস ও ডিএস-৩০ সূচক যথাক্রমে ০.৪৫ পয়েন্ট ও ৩.২৩ পয়েন্ট বেড়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ১৭৭টি কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ৮২টির, দর কমেছে ৬৪টির ও দর অপরিবর্তিত ছিল ৩১টির। এসময় সিএসই’র সাধারণ মূল্যসূচক সিএসসিএক্স ৩.৮৯ পয়েন্ট বেড়েছে। যদিও ১০টা ১৫ মিনিটে সিএসসিএক্স সূচক ১১ হাজার ১১৭ পয়েন্টে নেমে গিয়েছিল।

###

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি