রাজধানীর লেকশোর হোটেলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং ঐক্য ফাউন্ডেশন-এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। দেশের ৪৯৩টি উপজেলায় ‘বিসিক-ঐক্য ডিজিটাল ডিসপ্লে অ্যান্ড সেলস সেন্টার’ স্থাপনের লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ডিজিটাল মাধ্যমে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ডিজিটাল মাধ্যমে আরও উপস্থিত ছিলেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি (সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়ন উইং), নারী নেত্রী শাহীন আকতার রেনী। এছাড়া বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও ঐক্য ফাউন্ডেশনের সভাপতি (সিএমএসএমই উদ্যোগ সম্প্রসারণ উইং) মোঃ আতিকুল ইসলাম এবং কৃষি ও গণমাধ্যম উন্নয়ন ব্যক্তিত্ব ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান। বিসিক-এর সচিব মোঃ মফিদুল ইসলাম এবং ঐক্য ফাউন্ডেশন-এর প্রধান নির্বাহী অপু মাহফুজ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, “দেশিয় পণ্যসামগ্রী সরাসরি ও ডিজিটাল মাধ্যমে দেশের প্রতিটি উপজেলায় উপস্থাপন এবং বিক্রয়ের মাধ্যমে উদ্যোক্তারা যেমন লাভবান হবেন, তেমনি দেশের অর্থনীতি আরও মজবুত হবে বলে আমি মনে করি। পাশাপাশি তাদের দেখাদেখি দেশে আরও অনেক নতুন উদ্যোক্তাও তৈরি হবে বলেও আমি আশাবাদী। তাই এমন চমৎকার একটি উদ্যোগ গ্রহণের জন্য আমি উভয় প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানাই।”
ঐক্য ফাউন্ডেশনের সভাপতি (সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়ন উইং) শাহীন আকতার রেনী বলেন, “আমাদের সকল পরিকল্পনা এবং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার মধ্য দিয়ে আমরা প্রধানমন্ত্রীর ‘ভিশন ২০৪১’ বাস্তবায়নে অবদান রাখতে পারবো বলে আমি আশাবাদী। আমাদের এই পথচলায় অংশীদার হওয়ার জন্য আমি বিসিককে আন্তরিক ধন্যবাদ জানাই।”
বিসিক এবং ঐক্য ফাউন্ডেশন বাংলাদেশের সিএমএসএমই খাতের উন্নয়নে এবং দেশব্যাপী সিএমএসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সরাসরি ও ডিজিটাল মাধ্যমে বিক্রয় ও বাজারজাতকরণের লক্ষ্যে একযোগে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় বিসিক এবং ঐক্য ফাউন্ডেশন এই কার্যক্রম বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রোববার, ২৬ সেপ্টেম্বর ২০২১
রাজধানীর লেকশোর হোটেলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং ঐক্য ফাউন্ডেশন-এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়। দেশের ৪৯৩টি উপজেলায় ‘বিসিক-ঐক্য ডিজিটাল ডিসপ্লে অ্যান্ড সেলস সেন্টার’ স্থাপনের লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ডিজিটাল মাধ্যমে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। ডিজিটাল মাধ্যমে আরও উপস্থিত ছিলেন ঐক্য ফাউন্ডেশনের সভাপতি (সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়ন উইং), নারী নেত্রী শাহীন আকতার রেনী। এছাড়া বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও ঐক্য ফাউন্ডেশনের সভাপতি (সিএমএসএমই উদ্যোগ সম্প্রসারণ উইং) মোঃ আতিকুল ইসলাম এবং কৃষি ও গণমাধ্যম উন্নয়ন ব্যক্তিত্ব ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান। বিসিক-এর সচিব মোঃ মফিদুল ইসলাম এবং ঐক্য ফাউন্ডেশন-এর প্রধান নির্বাহী অপু মাহফুজ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, “দেশিয় পণ্যসামগ্রী সরাসরি ও ডিজিটাল মাধ্যমে দেশের প্রতিটি উপজেলায় উপস্থাপন এবং বিক্রয়ের মাধ্যমে উদ্যোক্তারা যেমন লাভবান হবেন, তেমনি দেশের অর্থনীতি আরও মজবুত হবে বলে আমি মনে করি। পাশাপাশি তাদের দেখাদেখি দেশে আরও অনেক নতুন উদ্যোক্তাও তৈরি হবে বলেও আমি আশাবাদী। তাই এমন চমৎকার একটি উদ্যোগ গ্রহণের জন্য আমি উভয় প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানাই।”
ঐক্য ফাউন্ডেশনের সভাপতি (সিএমএসএমই উদ্যোক্তা উন্নয়ন উইং) শাহীন আকতার রেনী বলেন, “আমাদের সকল পরিকল্পনা এবং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার মধ্য দিয়ে আমরা প্রধানমন্ত্রীর ‘ভিশন ২০৪১’ বাস্তবায়নে অবদান রাখতে পারবো বলে আমি আশাবাদী। আমাদের এই পথচলায় অংশীদার হওয়ার জন্য আমি বিসিককে আন্তরিক ধন্যবাদ জানাই।”
বিসিক এবং ঐক্য ফাউন্ডেশন বাংলাদেশের সিএমএসএমই খাতের উন্নয়নে এবং দেশব্যাপী সিএমএসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সরাসরি ও ডিজিটাল মাধ্যমে বিক্রয় ও বাজারজাতকরণের লক্ষ্যে একযোগে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় বিসিক এবং ঐক্য ফাউন্ডেশন এই কার্যক্রম বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে।