খেলাপি ঋণ আদায় করতে বিকেবি ও রাকাবকে তাগিদ

বুধবার, ২৪ নভেম্বর ২০২১
অর্থনৈতিক বার্তা পরিবেশক

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মূলধন ঘাটতি ও খেলাপি ঋণ আদায়ে তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই পর্যালোচনা বৈঠকে এ তাগিদ দেন গভর্নর ফজলে কবির। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক, মহাব্যবস্থাপনা ও বিকেবি এবং রাকাববের চেয়ারম্যান-ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) উপস্থিত ছিলেন।

বৈঠকে ব্যাংক দুটির আয়-ব্যয়, লোকসানি শাখা, ঋণ বিতরণ কার্যক্রম ও খেলাপি ঋণ আদায়, মূলধন ঘাটতিসহ বিভিন্ন আর্থিক সূচক পর্যালোচনা করা হয়।

ব্যাংকের আর্থিক সূচক ও ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে সরকারি ব্যাংকগুলো। এমওইউতে খেলাপি ঋণ আদায়, আয় বাড়ানোসহ নানা প্রতিশ্রুতি দেয়। তবে বাস্তবে এর কোন অগ্রগতি দেখা যায় না।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি