ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশ বহাল রাখেনি আপিল বিভাগ। ফলে আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ হাই কোর্টের আদেশ নিয়ে চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল রাখেন। এতে নির্বাচন নিয়ে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির।
ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদের বৈধতা নিয়ে এক রিটের শুনানির পর সোমবার হাই কোর্ট নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছিলেন। তবে শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে আদালত ওই আদেশ সাময়িকভাবে স্থগিত করে দেন।
এরই ধারাবাহিকতায় বুধবার পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে আপিল বিভাগ চেম্বার আদালতের সিদ্ধান্ত বহাল রাখে। ফলে নির্ধারিত দিনেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে ফরহাদের প্রার্থিতা নিয়ে রিটকারী প্রার্থী বিএম ফাহমিদা আলম অভিযোগ করেছেন, ফরহাদের অতীত কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী এবং তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। অন্যদিকে ফরহাদ তার ফেসবুক পোস্টে রিটকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরতে রাজি নন বলে মন্তব্য করেছেন।
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশ বহাল রাখেনি আপিল বিভাগ। ফলে আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ হাই কোর্টের আদেশ নিয়ে চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল রাখেন। এতে নির্বাচন নিয়ে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির।
ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদের বৈধতা নিয়ে এক রিটের শুনানির পর সোমবার হাই কোর্ট নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেছিলেন। তবে শিক্ষার্থীদের প্রতিক্রিয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে আদালত ওই আদেশ সাময়িকভাবে স্থগিত করে দেন।
এরই ধারাবাহিকতায় বুধবার পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে আপিল বিভাগ চেম্বার আদালতের সিদ্ধান্ত বহাল রাখে। ফলে নির্ধারিত দিনেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে ফরহাদের প্রার্থিতা নিয়ে রিটকারী প্রার্থী বিএম ফাহমিদা আলম অভিযোগ করেছেন, ফরহাদের অতীত কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী এবং তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। অন্যদিকে ফরহাদ তার ফেসবুক পোস্টে রিটকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরতে রাজি নন বলে মন্তব্য করেছেন।