করোনাভাইরাস মহামারীকালে পরীক্ষা নিয়েই নতুন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
স্নাতক প্রথম বর্ষে ভর্তির এই পরীক্ষা ১০০ নাম্বারের এমসিকিউ প্রশ্নে নেওয়া হবে।
রোববার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এম এম মনিরুল হাসান জানিয়েছেন।
তিনি বলেন, আমরা সরাসরিই ভর্তি পরীক্ষা নেব।
বরাবরের মতো এবারও বিভিন্ন ইউনিট ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ১০০ নাম্বারের এমসিকিউ প্রশ্ন করা হবে। তবে পরীক্ষা বিভাগ ওয়াইজ না সেন্ট্রালাইজড করব, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিস্থিতি বিবেচনা করে সে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভর্তি পরীক্ষা কবে নাগাদ হতে পারে জানতে চাইলে অধ্যাপক মনিরুল বলেন, পরীক্ষা নেওয়ার বিষয়টা এইচএসসির ফলাফল প্রকাশের উপর নির্ভর করছে। ফলাফল পাওয়ার পরপরই যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব আমরা পরীক্ষা নেব।
শোক ও স্মরন: সাংবাদিক প্রশান্ত ঘোষাল মারা গেছেন
অপরাধ ও দুর্নীতি: অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব চায় দুদক
অপরাধ ও দুর্নীতি: স্ত্রী-সন্তানসহ আছাদুজ্জামান মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
নগর-মহানগর: আহনাফের মৃত্যুর বিচারটা কইরেন: আদালতকে মা