image

জন্ডিসে আক্রান্ত হয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

শুক্রবার, ০৯ জুলাই ২০২১
প্রতিনিধি, রাবি

জন্ডিসে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী রুবেল আহমেদ মারা গেছেন। শুক্রবার (৯ জুলাই) সকালে রাজধানীর পপুলার হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ।

রুবেল মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পুনাইল গ্রামের জুরান আলী মন্ডলের ছেলে। বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে আবাসিক শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, রুবেল কিছুদিন আগে বান্দরবান-খাগড়াছড়ি বেড়াতে গিয়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হন। সেখান থেকে আসার পর জন্ডিস ধরা পড়ে তার। একই সঙ্গে কিডনি ও ফুসফুস সমস্যায় আক্রান্ত হয়। প্রথমে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতাল ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে রাজধানীর ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখান থেকে ল্যাবএইড, সর্বশেষ পপুলার হাসপাতালে আইসিইউতে মারা যান।

‘ক্যাম্পাস’ : আরও খবর

সম্প্রতি