?????????? ???????? ?????? ?????

টাঙ্গাইলের মির্জাপুরে জেলা কালচারাল অফিসার খন্দকার রেদওয়ানা ইসলম হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেলেও মুল আসামী তার স্বামী ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসেন মিজানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
২২ মার্চ কন্যাসন্তান জন্মের পর শনিবার ( ২৭ মার্চ) বিকেলে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালের দোতলায় ১১ নম্বর কেবিনে রেদওয়ানা ইসলামকে বালিশ চাপা ও গলায় ওরনা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় তার পাসন্ড স্বামী ব্যাংক কর্মকর্ত দেলোয়ার হোসেন মিজান।
দেলোয়ার পাবনা সদর থানার হেমায়েতপুর চর ভাঙ্গারিয়া গ্রামের মো. এলাহী মোল্লার ছেলে।তিনি সোশাল ইসলামী ব্যাংক ভোলা সদরের মহাজনপট্টি শাখায় কর্মরত বলে জানা গেছে।
নিহত রেদওয়ানা ইসলাম রংপুর সদর থানার ইসলামপুর হনুমানতলার মৃত খন্দকার রফিকুল ইসলামের মেয়ে।

রেদওয়ানার পারিবারিক সুত্র জানায়, দুই বছর আগে মিজানের সাথে বিয়ে হয় রেদওয়ানার। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের দাবিতে মিজান শারিরিক ও মানষিজক নির্যাতন চালায় রেদওয়ানার ওপর। এতে এক পর্যায়ে তাদের দাম্পত্য কলহ প্রকাশ্য রুপ নেয়। এই কলহের জের ধরেই সন্তান প্রসবের পর ২৭ মার্চ মির্জাপুর কুমুদিনী হাসপাতালের বেডে মিজান রেদওয়ানাকে হত্যা করে। ২৮ মার্চ নিহতের ছোট ভাই খন্দকার আরশাদুল আবিদ বাদী হয়ে রেদওয়ানার স্বামী মিজানকে আসামী করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ মিজানকে গ্রেপ্তার করতে পারেনি।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রিজাউল হক বলেন, এই হত্যা মামলার মুল আসামী রেদওয়ানার স্বামী দেলোয়ার হোসেন মিজানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অর্থ-বাণিজ্য: চট্টগ্রামে আরও ইপিজেড করার দাবি ব্যবসায়ীদের
অর্থ-বাণিজ্য: কিছু এলাকার কারখানা বন্ধ রাখার পরামর্শ বিজিএমইএর
অর্থ-বাণিজ্য: রেজল্যুশনের আওতায় সব এনবিএফআই
অর্থ-বাণিজ্য: ডিএসইতে বড় দরপতন হলেও সিএসইতে উত্থান
অর্থ-বাণিজ্য: বিমা ব্যবস্থা টেকসই করার আহ্বান আইডিআরএ চেয়ারম্যানের