image

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহরের মাটিডালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে শফিউল ইসলাম পিপুল(৩০) নামে এক যুবক খন হয়েছে। তিনি একটি মশলার দোকানের কর্মচারী ছিলেন।

পুলিশ জানায়, রাত ১১টার দিকে মাটিডালী উত্তরপাড়ার মৃত আইনুল কাজীর ছেলে শফিউল্লাহ শহরের রাজাবাজারের কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনের রাস্তার ওপরই দুর্বৃত্তরা তাকে বুকে ছুরিকাঘাত করে খুন করে।

স্থানীয় লোকজন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বগুড়া সদর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, ছুরিকাঘাতে হত্যার পর লাশ রাস্তার পাশেই পড়েছিলো। এটি পুর্বপরিকল্পিত হত্যাকান্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি