রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে তসলিম উদ্দিন (৫০) নামে একজন কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের সোনাদীঘি আদাড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তসলিম এই গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বিরোধপূর্ণ জমিতে কাজ করার সময় তসলিমকে একা পেয়ে তার উপর অতর্কিতভাবে হামলা করে প্রতিপক্ষরা। এ সময় তাকে বাঁচাতে ছুটে যান স্বজনেরা। এতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে তসলিম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বলেন, প্রতিবেশী আবদুল কাদের মিনুর সঙ্গে জমি নিয়ে তসলিম উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ জের ধরে দুপক্ষের সংঘর্ষ হয়। ওসি আরও বলেন, মিনুর এক ছেলে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের অন্য সবাই পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে তসলিম উদ্দিন (৫০) নামে একজন কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের সোনাদীঘি আদাড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তসলিম এই গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বিরোধপূর্ণ জমিতে কাজ করার সময় তসলিমকে একা পেয়ে তার উপর অতর্কিতভাবে হামলা করে প্রতিপক্ষরা। এ সময় তাকে বাঁচাতে ছুটে যান স্বজনেরা। এতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে তসলিম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বলেন, প্রতিবেশী আবদুল কাদের মিনুর সঙ্গে জমি নিয়ে তসলিম উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ জের ধরে দুপক্ষের সংঘর্ষ হয়। ওসি আরও বলেন, মিনুর এক ছেলে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের অন্য সবাই পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে।