image

কক্সবাজারে আশু আলী বাহিনীর প্রধান আশু আলী নিহত

শনিবার, ১৭ জুলাই ২০২১
জসিম সিদ্দিকী কক্সবাজার

কক্সবাজার শহরে র‍্যাবের সাথে গুলি বিনিময়কালে আশু আলী বাহিনীর প্রধান আশু আলী (২৫) নিহত হয়েছে। শনিবার (১৭ জুলাই) ভোরে শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লীর বড়বিল এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান।

তিনি জানান, আশু আলী সম্প্রতি শহরের রুমালিয়ারছড়ায় হওয়া ডাবল মার্ডার মামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বড়বিল এলাকায় অভিযানে যায় র‍্যাব। এ সময় র‌্যাবের অবস্থান টের পেয়ে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে আশু আলীর মরদেহ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি