image

ফতুল্লায় যুবক খুন, ছুরিসহ আটক ১

শনিবার, ২৪ জুলাই ২০২১
প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ছুরিকাঘাতে মাসুদ (২৬) নামে এক যুবক খুন হয়েছেন৷ শনিবার (২৪ জুলাই) দুপুরে পাগলা নয়ামাটি এলাকায় লাবনী ফুড ফ্যাক্টরির সামনে এই ঘটনা ঘটে৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকার জেরে দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে৷ নিহত মাসুদ পাগলা নয়ামাটি তাজুরমাঠ সংলগ্ন রুহুল আমিনের বাড়ির ভাড়াটিয়া রফিকুল ইসলামের ছেলে। ছুরিকাঘাতে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সোহেল নামে একজনকে ছুরিসহ আটকের কথা জানিয়েছে পুলিশ৷

নিহতের ভাই মামুন জানান, পাওনা টাকা নিয়ে দু’জনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের জেরেই ছুরিকাঘাত করে মাসুদকে হত্যা করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, পাওনা টাকা নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ছুরিকাঘাত করা সোহেলকে ছুরিসহ এবং তার বাবাকে আটক করা হয়েছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি