চৌগাছায় মাদক ব্যবসায়ীদের হামলায় এএসআই আহত

প্রতিনিধি, চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছায় মাদক উদ্ধারে গিয়ে চৌগাছা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিতু আলী মাদক ব্যবসায়ীদের হাঁসুয়ার কোপে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার পরে উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া পূর্বপাড়া গ্রামের জনৈক ফজলুর রহমানের মেহগনি বাগানের পাশে এ হামলার ঘটনা ঘটে। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রাতেই পুলিশি অভিযানে শাহিন আলম পাপ্পু (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শাহিন চাঁদপাড়া গ্রামের নবীছ উদ্দিনের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে ২০ বোতল ফেনসিডিল ও হামলায় ব্যবহৃত হাঁসুয়া উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নুজহাত নুয়েরী সাওশান বলেন, তারা বলেছেন দা (হাঁসুয়া) দিয়ে কোপ মারা হয়েছে। ক্ষতস্থানে একাধিক সেলাই দেয়া হয়েছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» সিলেটে সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

» চট্টগ্রামের ফটিকছড়িতে জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

» বাউফলে ধর্ষণের শিকার দুই কিশোরী, অভিযুক্ত পলাতক; সহযোগী গ্রেপ্তার

» চট্টগ্রামে আইনজীবী খুনের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

সম্প্রতি