ঝালকাঠির গৃহবধূর দেহ সোনারগাঁয়ে উদ্ধার

শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত ওই নারী আঞ্জুমান আরা (৩২)। তার বাড়ি ঝালকাঠি জেলায়। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় রাস্তার পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের স্বামীর বরাত দিয়ে তিনি আরও জানান, অজ্ঞাত হিসেবে মরদেহ পাওয়া নারীর নাম আঞ্জুমান আরা (৩২)। সে ঝালকাঠি জেলার সদর উপজেলার কামরুল হাসানের স্ত্রী। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ব্যাংক থেকে ২ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়ার উদ্দেশে রওনা হয়।

পরে সেখান থেকে গন্তব্যে না গিয়ে নিখোঁজ হন। বিভিন্ন স্থানে সন্ধানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে পরিচয় শনাক্ত করেন।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

সম্প্রতি