প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানোর দায়ে আকতার হোসেনকে (৪৫) সাত বছরের কারাদন্ড প্রদান করেছে আদালত।
সোমবার সকালে তথ্য প্রযুক্তি আইন ২০০৬ সালের ৫৭ ধারায় আসামী দোষী সাব্যস্ত হলে সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের পিপি অ্যাডভোকেট ইসমতারা বলেন, ২০১৫ সালের ২ সেপ্টেম্বরের রাতে আসামী আকতার হোসেন তার নিজ ফেসবুক ওয়ালে প্র্রানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং কে নিয়ে আপত্তিকর ছবি পোস্ট করেন।
বিষয়টি সাক্ষী আল আমিনের চোখে পড়ে। পরবর্তীতে নাটোরের সিংড়া এলাকার মোখলেছুর রহমান বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ ৬ বছরে ৫ জন সাক্ষীর জেরা ও জবানবন্দি আদালতে আসে। সেটি সন্দেহাতীত প্রমাণিত হয়।
এরই প্রেক্ষিতে বিচারক আসামী আকতার হোসেনকে ৭ বছরের কারাদন্ড প্রদান করে। এসময় আরো ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সারাদেশ: লালপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সারাদেশ: বেগমগঞ্জে নির্বাচনী ব্যানার অপসারণ
সারাদেশ: রাণীনগরে ১০ লাখ টাকা ও ৩টি গরু চুরি
অপরাধ ও দুর্নীতি: প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯