ঘর পুড়িয়ে মাকে মারধর : ছেলের বিরুদ্ধে মামলা

ভাবির মামলায় দেবর জেলে

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে সম্পত্তির বিরোধে ভাই ও ভাবির ওপর হামলার ঘটনায় ভাবির দায়ের করা মামলায় দেবর এখন কারাগারে। ওই দেবর তার মাকে মারধর করে তাদের বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় বৃদ্ধা মা বাদী হয়ে আরও একটি মামলা করেছেন। তাতে মেয়েকেও আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের প্রয়াত আব্দুল হামিদের ছেলে আদালতের গাড়িচালক সাইফুল ইসলাম (৫০) ও তার স্ত্রী সরুফা খাতুনকে (৪৬) গত ২ জুলাই সরুফার দেবর সিরাজুল ইসলাম (৪৫) রড দিয়ে পিটিয়ে আহত করেন এবং সরুফার শ্লীলতাহানি করেন। এ ঘটনায় সরুফা বাদী হয়ে সদর মডেল থানায় সিরাজুলের বিরুদ্ধে পরদিন মামলা (নং ৩) করেন। পরে আদালত থেকে সিরাজুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে গত রোববার (২১ নভেম্বর) তাকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এদিকে সাইফুল ও সিরাজুলের বিধবা মা হাসিনা খাতুন (৭৪) বাড়িতে সাইফুলের ঘরে বসবাস করতেন। গত ২৫ অক্টোবর বিকালে ছেলে সিরাজুল ও নিজের মেয়ে রেহেনা খাতুন (৪৮) তাদের মা হাসিনা খাতুনকে প্রচন্ড মারধর করেন। আহত অবস্থায় বৃদ্ধাকে শহরের জেনারেল হাসপাতালে চিকিৎসা করানো হয়। এরপর গত ১০ নভেম্বর গভীররাতে বৃদ্ধা হাসিনা খাতুন প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে গেলে তিনি ছেলে সিরাজুল ও মেয়ে রেহেনাসহ আরও কয়েকজনকে দলবদ্ধ দেখতে পান। এক পর্যায়ে তারা হাসিনার ঘরের বেড়ায় কেরোসিন ছিটিয়ে ঘরে আগুন ধরিয়ে দেন। ঘরটি সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। বৃদ্ধা হাসিনা ডাকচিৎকার দিলে তাকে ছোরা ধরে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় বৃদ্ধা হাসিনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। মঙ্গলবার রাতে সেটি মামলা হিসেবে রেকর্ড (নং ২৩) করা হয়েছে। মামলায় ছেলে সিরাজুল ও মেয়ে রেহেনাকে আসামী করেছেন।

কয়েক বছর আগে বড়ভাই সাইফুলের ১০ বছরের ছেলে স্কুলছাত্র সাখাওয়াত হোসেন শরীফকে (১০) সিরাজুল অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন বলেও জানা গেছে। এদিন বিকালেই ডিবি পুলিশ ভিকটিমসহ জহিরুলকে শহর থেকে আটক করে। এরপর সদর মডেল থানায় মামলা দিয়ে জহিরুলকে কারাগারে পাঠানো হয়। এছাড়া মাদকসহ গ্রেপ্তার হয়েও সিরাজুল একাধিকবার কারাগারে গেছেন বলে জানা গেছে। এদিকে সদর থানার ওসি আবু বকর সিদ্দিকও পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভায়ের মধ্যে দীর্ঘদিন ধরে প্রচন্ড বিরোধ এবং সংঘাত চলে আসছে বলে জানিয়েছেন।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» বোনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, প্রতিবাদ করায় দুই ভাইকে কুপিয়ে আহত

» টাকার লোভে ৪ বছরের শিশুকে অপহরণ, ধর্ষণ ও হত্যা

সম্প্রতি