আবেদনের সময় বাড়ল
আবেদনের সময় বাড়ল
সারাদেশের সরকারি স্কুলগুলোতে ভর্তিতে বয়সের বাধা শিথিল করা হয়েছে। বয়স কয়েকদিন কম থাকায় যেসব শিক্ষার্থী আবেদন করতে পারেনি তাদের আবারও আবেদনের সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। পাশাপাশি সরকারি হাই স্কুলে ভর্তির আবেদনের সময় সাতদিন বাড়ানো হয়েছে।
৩১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ৭ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত সারাদেশের সরকারি স্কুলগুলোতে অনলাইন আবেদনের সুযোগ পাবে ছাত্রছাত্রীরা। আর ১১ জানুয়ারি ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানা গেছে।
টেলিটকের ওয়েবসাইটের (https://gsa.teletalk.com.bd/) মাধ্যমে ঢাকা মহানগরীসহ দেশের সবকটি সরকারি বিদ্যালয়ের ভর্তির আবেদন অনলাইনে করতে হবে। সফটওয়্যার ব্যবহার করে অনলাইনেই লটারির কাজটি হবে, এতে সময় কম লাগবে।
শিক্ষার্থীরা আবেদনের সময় ৫টি স্কুল নির্বাচন করতে পারবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের ১১০ টাকা আবেদন ফি দিতে হবে। টেলিটকের মাধ্যমে এসএমএস করে ফি জমা দিতে হবে।
অর্থ-বাণিজ্য: খেলাপি ঋণ কেন কমছে না, জানতে চায় বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: শেয়ারবাজারে সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেনও