image

ছাত্রাবাসে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

রোববার, ২১ ফেব্রুয়ারী ২০২১
সংবাদ অনলাইন ডেস্ক

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম সাক্ষর সাহা। তিনি রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি ফরিদপুর জেলায়।

রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর মতিহার থানার কাজলা সংলগ্ন লোটাস ছাত্রাবাস থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন।

তার সহপাঠীরা জানান, রোববার সকাল হওয়ার পর থেকে সাক্ষ্যর কোনো সাড়া শব্দ না পেয়ে তাকে ডাকাডাকি শুরু করেন সহপাঠীরা। পরে দুপুরের দিকে দরজা ভেঙ্গে রুমে ঢুকলে তাকে ঘুমন্ত অবস্থায় দেখে ঘুম থেকে জাগানোর চেষ্টা করেন। তার পুরো শরীর ঠাণ্ডা হয়ে আছে দেখে তারা পুলিশকে খবর দেন।

মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, আমরা ইতোমধ্যে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তবে এটা স্বাভাবিক মৃত্যু বলেই আমরা ধারণা করছি।

‘শিক্ষা’ : আরও খবর

সম্প্রতি