নতুন বছরে ‘মিউজিক অফ বেঙ্গল’ এর ব্যানারে শিল্পী কামাল আহমেদ ও রুমানা ইসলামের যুগল কণ্ঠে গাওয়া গানের মিউজিক ভিডিও ‘রঙিন সন্ধ্যা’ প্রকাশ পেয়েছে। ‘মিউজিক অফ বেঙ্গল’র ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এ প্রকাশনা সম্পন্ন করা হয়। মিউজিক ভিডিওর গানটির কথা লিখেছেন জাহাঙ্গীর রানা, সুর ও সঙ্গীত পরিচালনায় আনিসুর রহমান তনু, চিত্রগ্রহণ এবং পরিচালনা করেছেন জামিউর রহমান লেমন।
‘রঙিন সন্ধ্যা’ গানটি নেয়া হয়েছে কামাল আহমেদর ‘নীল সমুদ্র’ হতে। ‘রঙিন সন্ধ্যা’ গানটির গীতিকার জাহাঙ্গীর রানা, সুরকার আনিসুর রহমান তনু এবং সহশিল্পী রুমানা ইসলাম।
আন্তর্জাতিক: কলকাতার গুদামে অগ্নিকাণ্ড, ২১টি দেহাংশ উদ্ধার
আন্তর্জাতিক: বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত-রাশিয়া
আন্তর্জাতিক: কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে এমপিসহ নিহত ১৫