দেশের স্বনামধন্য গায়ক তপন চৌধূরী করোনায় আক্রান্ত হয়েছেন৷ গতকাল ৯ এপ্রিল তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
তপন চৌধুরী কানাডায় প্রবাস যাপন করলেও বছরের অনেকটা সময় দেশে থাকেন। এবারে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে দেশে এসেছিলেন। ভেবেছিলেন দেশের এই স্মরণীয় সময়টাতে নিজের গান নিয়ে হাজির থাকবেন মঞ্চে। কিন্তু দেশে এসে গান গাওয়ার সুযোগ পাননি।
তিনি বলেন, ‘বাসা থেকেই চিকিৎসা নিচ্ছি। কানাডায় আমার পরিবার সকলেই চিন্তিত। আমি জানি না কী হবে আমার। আপাতত ভাল আছি। আমার ভক্ত এবং যারা আমার গানকে ভালবাসেন, শ্রদ্ধায় রাখেন তারা দোয়া করবেন।’